নয়ন সবার নয়ন মনি কানাডায় গিয়েছিলো গাইতে সে গান সেই যে গেল ফিরে এলো না ফিরে এলনা নয়ন সবার ...।।গুরু আজম খানের এই গান টির সাথে হয়তো সবাই পরিচিত । কিন্তু গানের এই নয়ন নিছক একটি নাম নয় ।এই নামের একজন প্রতিভাবান মিউজিসিয়ান কিন্তু আমাদের দেশে ছিলেন । হয়তো অনেকে তা জানেন না । বা জানলেও তেমন কিছু জানেন না ।উনাকে নিয়ে তেমন কোনও লেখালেখি হয়নি । কে ছিলেন এই নয়ন ? উনার পুরা নাম নয়ন হক মুন্সি ।ঢাকার এক সম্ভ্রান্ত পরিবারে উনার জন্ম । থাকতেন ঢাকার শান্তিনগরের পিরসাহেবের গলিতে ।আচ্ছা আপনারা তো শিল্পী আলমগির কে চিনেন ? হুম পাকিস্তানের নাগরিকত্ব নেওয়া সেই শিল্পী । উনি হলেন এই নয়ন মুন্সির বড় ভাই । উনার আর এক ভাই হলেন । দস্তগির হক মুন্সি ।.৬৮ সালের দিকে গড়া দ্য উইন্ডি সাইড অব কেয়ার । এটায়ও ভোকাল ছিলেন দস্তগীর- তখনকার একমাত্র ইংলিশ ভোকাল। স্বাধীনতার পরও হোটেল ইন্টারকনের (এখন রুপসী বাংলা) শ্যাম্বেলি হাউজের নিয়মিত পারফরমার। নয়নের বেড়া ওঠাটা তাই রক অ্যান্ড রোলের মধ্যেই।হ্যাপি আখন্দের সেই বিখ্যাত গান আবার এলো যে সন্ধ্যা গানটি গিটারে কে ছিল জানেন ? এই নয়ন মুন্সি । যা হয়তো অনেকে জানতেন না ।অকালে হারিয়ে যাওয়া এই গিটারিস্টকে এই বাংলায় জন্ম নেওয়া সর্বকালের সেরা বলে রায় দিতে দ্বিমত নেই কারো মাঝেই- সেটা রকেটভাই হোক, শাফিন আহমেদ ভাই কিংবা আইয়ুব বাচ্চু ভাই হোক। ’৭৫এর শেষভাগে নতুন করে উচ্চারণের লাইনআপের ঘোষণা দিলেন আজম খান। তার প্রজন্মের কেউ নেই সেখানে, নতুন মুখ সব। সবচেয়ে উজ্জল নামটি নয়ন মুন্সীর। রিদমে যোগ দিলেন দুলাল, বেইজে ফুয়াদ নাসের বাবু আর ড্রামসে পিয়ারু খান (পরের দুজন ফিডব্যাকের প্রতিষ্ঠাতা সদস্য)। কোনো কিবোর্ডিস্ট নেই, তিন গিটারিস্ট আর আযম খান। ফাটিয়ে দিলো উচ্চারণ। বাংলা ব্যান্ড সঙ্গীতে নয়ন রয়ে গেছেন গুরুর অমর সৃষ্টি নয়ন সবার নয়ন মনি গানটিতে।
আজ নয়ন বেঁচে থাকলে নিশ্চিত আকাশ ছুঁতেন। আমরা বুক ফুলিয়ে হয়তো বলতাম, ওই যে গিটার বাজাচ্ছেন নয়ন মুন্সী। সে বাংলাদেশের ছেলে, বাঙালী। আমাদের সন্তান।