অনেকেই ধূমপান করেন এবং অতিরিক্ত মাত্রাতেই ধূমপান করে থাকেন। ধূমপানের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সকলেরই ধারণা রয়েছে। কিন্তু যদি আপনার কথা বলা, গান গাওয়া অনেক পছন্দ হয়ে থাকে তাহলে ধূমপান করা বন্ধ করে দিন আজই। কারণ আপনি যখন ধূমপান করেন তখন সিগারেটের ধোঁয়া আপনার গলায় আঠালো উপাদানের মতো লেগে যায় যা গলার স্বাভাবিক কর্মক্ষমতা নষ্ট করে। এমনকি এর ফলে গলার কান্সারেও আক্রান্ত হতে পারেন আপনি। সুতরাং সাবধান।
top of page
bottom of page
Comments