top of page
Search

বাংলাদেশের প্রথম মহিলা গিটারিস্ট

Updated: Nov 12, 2021

বাংলাদেশের প্রথম মহিলা গিটারিস্ট Shermin Ahmed Minni। শারমিন আহমেদ মিন্নি একজন কণ্ঠশিল্পী, গীতিকার ও গিটার বাদক। ‘নীরব নির্বাসন’ নামে একটি ব্যান্ড দল রয়েছে তার। তিনি ছোটবেলা থেকেই সংগীতে যুক্ত। বাংলাদেশের প্রথম মহিলা গিটারিস্ট শারমিন আহমেদ মিন্নি। তার জার্নিটা শুরু হয়েছিলো শৈশবকাল থেকেই। ১৯৮৩ সাল সেবার বাংলাদেশ শিশু একাডেমী থেকে আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে মরক্কো ও তুরস্কে সফরের সুযোগ পায় ছোট একটি মেয়ে সেখানে তাকে স্পেনিশ গীটার বাজাতে হবে । কিন্তু এতো ছোট একটি মেয়ের কাছে গীটার কই? কিন্তু সুযোগ তাও তো হারানো যাবে না । ছুটে গেলেন পপ গুরু আজম খানের বাসায়। সব কথা শুনে গুরু তার একমাত্র গীটার টি হাঁতে তুলে দিয়ে বললেন "তুমি ই বাংলাদেশের প্রথম নারী স্পেনিশ গিটারিস্ট" । হুম আমি যার কথা বলসি তিনি হলেন বাংলাদেশের প্রথম মহিলা স্প্যানিশ গিটারিস্ট । শারমিন আহমেদ মিন্নি ।

১লা জুনে জন্ম নেওয়া শারমিন মিন্নির অনেক ছোট বেলা থেকেই গীটারের প্রতি আগ্রহ জন্মায় । আর আগ্রহ হবেই বা কেন বড় ভাই মনি ও যে একজন গিটারিস্ট ছিলেন । গুরু আজম খান , আরশাদ বিশ্বাস ,আর রকেট ভাইদের সাথে গীটার প্র্যাকটিস করতেন। ।দূর থেকে তা লক্ষ্য করতেন শারমিন মিন্নি ।কিন্তু ছোট বলে গীটারে হাত দিতে দিতেন না মনি ভাই । বাসা থেকে চলে গেলে তিনি তখন নিজেই টুং টাং করে বাজাতেন । এভাবেই গীটারে হাঁতে খড়ি হয় উনার ।

এরপরে ১৯৮৪ সাল , গ্রিন এক্স নামের একটি ব্যান্ডে বাজানো শুরু করেন তখন ওই ব্যান্ডে ছিলেন খায়েম আহমেদ আর টিটু হায়দার । সেই সময় মানাম আহমেদ ও উনাকে অনেক হেল্প করেন ।

বাবা-মায়ের কড়া রক্তচক্কু, সমাজিক বাধা সব কিছুকে ডিঙ্গিয়ে আজ বাংলাদেশের প্রথম নারী গিটারিস্ট হিসেবে নিজেকে সাংস্কৃতিক অঙ্গনের এক পরিচিতি মুখ তিনি। শুরুটা তার কতই না কষ্টের এবং চ্যালেঞ্জের ছিল। জানালেন, দেশের হয়ে আমেরিকায় অনেক প্রোগ্রামে অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছেন।

দীর্ঘদিন প্রবাসজীবন কাটিয়ে ফের পা রেখেছেন জন্মভিটেয়। এখন পুরোদমে প্রেক্টিস করছেন এই গিটারিস্ট ও ভোকালিস্ট।


 
 
 

Comments


Post: Blog2_Post

International Music School

  • YouTube
  • Facebook
  • Instagram
bottom of page